রোহিতের আর কিছু চাওয়ার নেই!

কলকাতার ইডেন গার্ডেন দুহাত ভরে দিয়েছে রোহিত শর্মাকে। এই মাঠেই টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ইডেনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ২৬৪ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। রোহিতকে কোনোদিন খালি হাতে ফেরায়নি ইডেন গার্ডেন।

গত রোববারও তার ব্যত্যয় ঘটেনি। এদিন আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতেছে রোহিতের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন রোহিত। তাই আইপিএলের ট্রফি জয়ের চেয়ে ইডেনকে নিয়েই বেশি রোমাঞ্চিত মুম্বাইয়ের অধিনায়ক।

কলকাতার মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডেন গার্ডেন নিয়ে রোহিত শর্মা বলেন, ‘এই মাঠে খেলাটা বরাবরই উপভোগ করি আমি। যখনই খেলতে এসেছি, ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরেছি। এবার আইপিএলের শিরোপা জিতলাম। সত্যিই দারুণ অনুভূতি। ইডেনের কাছ থেকে এর চেয়ে বেশি চাওয়ার নেই আমার।’



মন্তব্য চালু নেই