প্রতারক প্রেমিককে জুতাপেটা করল প্রেমিকা (ভিডিও)

একটি সম্পর্কের অবসান, অনেকগুলো স্বপ্নের অপমৃত্যু। তবুও মানুষ সম্পর্ক গড়ে, ভাঙ্গে, ভেঙ্গে চুরমার করে অনাগত স্বপ্লগুলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন এক সম্পর্ক ভাঙ্গার ভিডিও ভাইরাল হয়ে উঠেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে , জান্নাত নামের একটি ভদ্র মেয়েকে তার প্রতারক প্রেমিকের গালে জুতা মারতে বলা হচ্ছে। প্রতারক প্রেমিক জান্নাতের বড় ভাইদের তান্ডবে অসহায় হয়ে বসে আছে জান্নাতেরই পায়ের কাছে, জান্নাতের হাতে স্যান্ডেল, হয়তোবার প্রেমিকের প্রতি মনে মনে প্রচন্ড ঘৃন্না রাগ, তবুও জান্নাতের কোথায় যেন বাঁধা, মারতে গিয়েও মারতে পারছে না প্রতারক প্রেমিকের গালে স্যান্ডেলের বাড়ি।
জান্নাতকে যেসব বড় ভাই প্রতারক প্রেমিকের গালে স্যান্ডেল মারতে বলছে, তাদের দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জান্নাত। মারার অদম্য ইচ্ছা কোন এক সময় হয়তোবা জান্নাতের ছিল, কিন্তু প্রাক্তন প্রেমিককে এভাবে অসহায়ভাবে দেখে , জান্নাত নিজেও যেন অসহায় হয়ে পড়েছে।
ভালবাসার সবগুলো তার ছিঁড়ে গেলেও কোন একটি তার হয়তো এখনো অবশিষ্ট আছে। তাই মারতে গিয়েও এত দ্বিধা।
https://youtu.be/ixV90v8cPjk
মন্তব্য চালু নেই