কলারোয়ায় নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি পরিষদ’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৬তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে কলারোয়ার মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ ও শহিদ মিনার চত্বরে এ উপলক্ষ্যে মনোজ্ঞ আবৃত্তি, নজরুল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি পরিষদ’র আহ্বায়ক মাস্টার প্রদীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর ড. হাসান সরোওয়ার্দী। কবির সৃষ্টি ও জীবনী নিয়ে আলোচনা করেন প্রফেসর শেখ সাইয়েদুল ইসলাম বাবু, ড. আমানুল্লাহ, অধ্যাপক আবুল কাশেম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি অধ্যাপক আবুল খায়ের, প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. আলী আহম্মেদ, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রফেসর শশাংক সরকার, প্রভাষক জামিল আকতার, মনোরঞ্জন সাহা, সন্তোষ কৃমার পাল, জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, লিলি কামাল, সন্দীপ রায়, লিপি পাল প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি বিএম সিরাজ, নজরুল সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী শিলা রাণী হালদার, ভোলঅনাথ মন্ডল, মধুসূদন হালদার, শ্রেয়া রেজা, টিউলিপ সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।



মন্তব্য চালু নেই