তাড়াশে ভূয়া র্যাব সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জ তাড়াশে মোয়াজ্জেম হোসেন (৩৮) নামে ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন মাগুড়া জেলার শ্রীপুর থানার গোয়ালদাহ গ্রামের চাঁদ আলীর ছেলে।
থানাসূত্রে জানাগেছে, গত রবিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের আব্দুল হালিম মন্ডলকে ০১৭২১-১৫৩২৯৯ নম্বর থেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে কুষ্টিয়া র্যাব অফিসে আসতে বলে। সিরাজগঞ্জ র্যাব অফিস থাকতে কুষ্টিয়া কেন প্রশ্ন করলে ভূয়া র্যাব সদস্য মোয়াজ্জেম হোসেন বলে নিজের ভালো যদি চাও তাহলে আগামীকাল সকালে অফিসে দেখা করবে নইলে আমরা গ্রেফতার করলে তোমাকে কস্-ফায়ারে দেওয়া হবে।
ভূয়া র্যাব সদস্যে কথা বার্তায় হালিম মন্ডলের সন্দেহ হলে হালিম মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ থাকা একই গ্রামের হান্নান এর বাড়ী থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। গ্রেফতারকৃত ভূয়া র্যাব সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, নওখাদা গ্রামের জুলফিক আলীর স্ত্রী সোনেকার সাথে মোবাইল ফোনে পরিচয়ে প্রেমের সম্পর্ক হলে তার বাড়িতে বেড়াতে আসি।রাতে আমাকে সোনেকা ও আরো কয়েক জন লোক ভয়-ভীতি দেখিয়ে ওই নম্বরে ফোন দিয়ে এসব কথা বলায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই