ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
ঝিনাইদহ সদরের চুটলিয়া দক্ষিণপাড়া গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাত সাড়ে ৯ টার দিকে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চুটলিয়া দক্ষিণ পাড়া গ্রামে এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে সুরাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সুকুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গতকাল শনিবার বিকালে স্থানীয় বাজারে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে সোহরাব হোসেনের লোকজন সুকুর আলীর বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সুরাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সহ পুরুষ ও মহিলাসহ উভয় গ্র“পের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে চুটলিয়া দক্ষিণপাড়া গ্রামের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন (৪০), একই গ্রামের আম্বিয়া বেগম (৪৫), সবুজ (১৫), রবিউল ইসলাম (৩০), মনিরুল ইসলাম (২৫) কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল কবির জানান, আহতদের মধ্যে সোহরাব হোসেনের অবস্থা আশংকা জনক। তার হাতে, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধীক আঘাত রয়েছে।
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিচুজ্জামান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনেই আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য চালু নেই