তিনটি গাড়ির দামে একটা সাইকেল !
তিনটি গাড়ির দামে একটা সাইকেল! অবাক হলেও ঘটনা তাই। আসলে গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি তৈরি করেছে একটি সাইকেল, যার বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা। যার প্রথম প্রকাশ ঘটেছে টোকিওর একটি শো-রুমে। এই স্পোর্টস রেসিং সাইকেলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সাইকেলটির ওজন ৫.৮kg। এর ফ্রেমগুলোর ওজন সাকুল্যে ৭৯০ গ্রাম, যা পাঁচটি স্মার্ট ফোনের ওজনের থেকেও কম। গোটা সাইকেলটিই তৈরি কম ওজনের কার্বন দিয়ে। এর ফলে সমতল হোক, পাহাড়ি এলাকা হোক উভয় ক্ষেত্রেই এই সাইকেল চালিয়ে দারুণ আনন্দ পাবেন আরোহীরা। এর ডিজাইন আপনাকে রীতিমতো তাক লাগিয়ে দেবে।
সারাবিশ্বে আপাতত ৫০টি এ ধরনের সাইকেল বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে অডি।
মন্তব্য চালু নেই