ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক

স্থানীয় সরকারের সদস্যগন গ্রামের সাধারন মানুষের খুব কাছাকাছি অবস্থান করে

স্থানীয় সরকারের সদস্যগণ গ্রামের মানুষের সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করেন। তারা সাধারণ মানুষের সমস্যাবলী সঠিক ভাবে চিহ্নিত করার সুযোগ পান। তাই গ্রামের মানুষের জীবন যাত্রার সার্বিক উন্নয়নে স্থানীয় সরকারের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সকালে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় তার সাথে ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুবায়েত খান, ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার, সহকারি কমিশনার (ভূমি) রীভা চাকমা, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার, তথ্য সেবা কেন্দ্রের উদ্যক্তা ইয়াকুব আলী প্রমুখ।

পরিদর্শনকালে খোট্টাপাড়ায় অপ্রতিরোধ্য মাদক ব্যবসা, নির্বিচারে ফসলী জমির উপরিভাগের মাটি ইটভাটায় ব্যবহার, মাটি ও ইটবাহী ট্রাক চলাচলে পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া, কালবৈশাখীতে গৃহহারা ৩৫-৪০টি পরিবার আজও খোলা আকাশের নীচে বসবাস করছে এমন জরুরী কতিপয় সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরে তড়িৎ ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার।



মন্তব্য চালু নেই