সমকামী ছেলের জন্য পাত্র চেয়ে মায়ের বিজ্ঞাপন

সমকামী ছেলেকে বিয়ে দেয়ার জন্য পাত্র চেয়ে মুম্বাইর এক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন মা। ভারতে এটা এ ধরণের প্রথম ঘটনা।

মা পদ্মা আয়ার তার ছেলের জন্য পাত্র চেয়ে দেয়া এই বিজ্ঞাপনে বলেছেন, পাত্রকে হতে হবে “সুপ্রতিষ্ঠিত, নিরামিষাশী এবং পশুপ্রেমী।”

ভারতের আর সব রক্ষণশীল বাবা-মার মতো পদ্মা আয়ারও তার ছেলের জন্য একই বর্ণের সঙ্গী চেয়েছেন। তবে তিনি বলেছেন, সেটা হতেই হবে তা নয়, যদি ভিন্ন বর্ণের যোগ্য পাত্র পাওয়া যায়, সেটাও তিনি মেনে নেবেন।

পদ্মা আয়ার ছেলের জন্য পাত্র চেয়ে এই বিজ্ঞাপন দেয়ার জন্য তিনটি পত্রিকায় যান, কিন্তু সবাই এই বিজ্ঞাপন ছাপাতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত মুম্বাইর ‘মিড ডে’ পত্রিকা বিজ্ঞাপনটি প্রকাশে রাজী হয়।

ভারতে সমকামীদের মধ্যে বিয়ে এবং যৌন সম্পর্ক বে-আইনি।

তবে ‘মিড ডে’র সম্পাদক বলেছেন, সমকামী এক ছেলের জন্য সঙ্গী খুঁজে বের করতে মায়ের এই আকুতি খুবই স্বাভাবিক মনে হয়েছে তার কাছে। যদি এতে কাজ হয় তাতে একটা দারুণ দাম্পত্য সম্পর্কের সূচনা হবে বলে তিনি আশা করেন।



মন্তব্য চালু নেই