ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতা কারাগারে
ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৫ বিএনপি ও যুবদল নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি বিরোধী দলের চলমান অবরোধ কর্মসুচির সময় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উলে¬খ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে পৌরছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ সোহেল, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসলাম উদ্দিন,জেলা ছাত্রদলের সদস্য সোমেনুজ্জামান সোমেন, পৌরছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামন টিটো এবং ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মনিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীদের আইনজীবী এড মুন্সী কামাল আজাদ পান্নু জানান, মামলার বাদী সবুজ হোসেন আগেই কিছু আসামী হামলায় জড়িত নয় মর্মে এভিডেফিট করে দিয়েছেন।
মন্তব্য চালু নেই