রাজাপুরের নাটিকা ‘খুন’ ও ‘চেতনার কান্না’ প্রদর্শিত
ঝালকাঠির রাজাপুরে রহিম রেজা প্রডাকশন হাউজ নিবেদিন সন্ত্রাস দমনমূলক নাটিকা ‘খুন’ গতকাল সোমবার রাতে বড়ইয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছে। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘চেতনার কান্না’ নাটিকাটিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস। রহিম রেজা প্রডাকশন হাউজ পরিচালক সাংবাদিক রহিম রেজা’র সভাপতিত্বে খুন নাটকের পরিচালক রেজাউল রাজু, সমাজসেবক আব্দুর রব খান, গোলাম মোস্তফা মহারাজ, আবু সায়েম আকন, সাইদুল ইসলাম, আলমগীর শরীফ, দ্বীন ইসলাম, মিরাজ খান, সোবাহান, জালাল হোসেন, মোস্তফা মোল্লা, গিয়াস হোসেন ও নয়ন হোসেনসহ অসংখ্য জনতা নাটিকা ২টি উপভোগ করেন। উল্লেখ্য, সাংবাদিক রহিম রেজা অভিনীত এ নাটিকা ২টির সুটিং রাজাপুরের চল্লিশ কাহনিয়াসহ উপজেলার বিভিন্ন স্থানে করা হয়েছে।
মন্তব্য চালু নেই