ঝালকাঠিতে প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

আল আমিন, ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি হওয়ায় লোকজন চরম অস্বস্থিতে পড়েছেন।

এদিকে প্রচন্ড গরমে জেলার রাজাপুরের বাগড়ি বাজারে হিট স্ট্রোকে নুর মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বাজার করতে এসে তার মৃত্যু হয়।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা একটু বেশি বৃদ্ধি পাওয়ায় শিশুরা ও বৃদ্ধরা গরমে অসুস্থ্য হয়ে পড়ছেন। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বেশি রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ক্ষেত্রে বেশি প্রয়োজন ছাড়া রোদে ও গরমে ঘর থেকে বের না হতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।



মন্তব্য চালু নেই