ঐশ্বরিয়া কি তোমাদের বান্ধবী?
সম্প্রতি সুভাস ঘাইয়ের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড তারকা জয়া বচ্চন, সঙ্গে ছিলেন পুত্রবধু ঐশ্বরিয়া রায় বচ্চন। বিপত্তিটা ঘটে তখনই, যখন অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীরা ফটোসেশনের জন্যে তার পুত্রবধূর নাম ধরে ডাকাডাকি শুরু করে।
রাত তখন আনুমানিক সাড়ে ১০টা, আমন্ত্রিত অতিথিদের অনেকেই যাওয়ার জন্যে তোড়জোড় শুরু করেছেন। তাই দীর্ঘসময় ধরে অপেক্ষা করে থাকা আলোকচিত্রীরা ঐশ্বরিয়ার ফটোসেশন করার জন্যে উসখুস করতে থাকেন। একপর্যায়ে আলোকচিত্রীদের মধ্যে কয়েকজন ঐশ্বরিয়ার দৃস্টি আকর্ষণের জন্যে ‘ঐশ্বরিয়া’ বলে ডাকাডাকি শুরু করেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন শাশুড়ি জয়া বচ্চন। তিনি তখন আলোকচিত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন, ‘কী ঐশ্বরিয়া ঐশ্বরিয়া বলে ডাকাডাকি করছো, ঐশ্বরিয়া কি তোমাদের বান্ধবী?’
শাশুড়ি জয়ার অগ্নি রূপ দেখে অনেক আলোকচিত্রীই তখন মানে মানে কেটে পরেন। আর ঐশ্বরিয়া মুচকি হেসে শাশুড়ির পেছন পেছন চলতে শুরু করেন।
মন্তব্য চালু নেই