শরীরের বেস্ট অ্যাসেট দেখাতে না পারলে সেই সাঁজ অর্থহীন : ইলিয়ানা

শরীরের বেস্ট অ্যাসেট দেখাতে না পারলে সেই সাঁজ অর্থহীন, এমনটাই জানালেন ইলিয়ানা ডি ক্রুজ৷ ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট নিয়ে মুখ খুললেন তিনি। ইলিয়ানা বলেন, ফ্যাশন বলতে আমি বুঝি ‘ক্লাসি’ আর ‘সেক্সি’র সুন্দর মিশেল৷ আভিজাত্যও থাকবে৷ আবার উষ্ণতাও থাকবে৷ আর স্টাইল হলো যা আমি পরতে পছন্দ করি৷ শরীরের বেস্ট অ্যাসেট না দেখাতে পারলে সেই সাজ অর্থহীন৷ আমি ফিগার হাগিং পোশাক পছন্দ করি৷ তবে অবশ্যই তা যেন আমার বডি টাইপে মানা।

অন্যসময়কে দেওয়া এক সাক্ষাতকারের খোলামেলাভাবে জানালেন ইলিয়ানা ডি ক্রুজ। পছন্দের ড্রেস কি এমন প্রশ্নের জবাবে জানান, খুব ভালো একটা জিন্স, লিটল ব্ল্যাক ককটেল ড্রেস, একজোড়া সেক্সি ব্ল্যাক পাম্পস৷ এগুলো না থাকলে কিন্তু আপনার ওয়ার্ডরোব সম্পূর্ণ নয়৷ তবে এগুলো কিন্তু একেবারেই ব্যক্তিগত লিস্ট৷ আপনার সঙ্গে নাও মিলতে পারে।



মন্তব্য চালু নেই