বাসেলের টানা ষষ্ঠ শিরোপার রেকর্ড
আবারও সুইস সুপার লিগের শিরোপা জিতেছে এফসি বাসেল। এই টুর্নামেন্টে এটা তাদের টানা ষষ্ঠ শিরোপা। এর আগে এমন কীর্তি আর কোনো ক্লাবই গড়তে পারেনি।
রোববার রাতে শিরোপার লড়াইয়ে থাকা ইয়ং বয়েসের সঙ্গে গোলশূন্য ড্র করে বাসেল। ফলে ইয়ং বয়েসের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে যায় তারা। আর এতে তিন ম্যাচ হাতে রেখেই সুইস সুপার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যায় বাসেলের।
৩৩ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বাসেলের সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইয়ং বয়েস।
শিরোপা জয়ে উচ্ছ্বসিত বাসেলের পর্তুগিজ কোচ পাওলো সওসা বলেন, ‘ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমি ওদের কাছে যেমনটা চেয়েছি ওরা তা দিতে পেরেছে।’
মন্তব্য চালু নেই