সম্পদ-সম্পত্তি থেকেই যেন নেই
“সম্পদ- সম্পত্তি থেকেই যেন নেই” অঢেল বিত্তবৈভবের মালিক হওয়া সত্বেও অযত্ন অবহেলা ও বিনাচিকিৎসায় এক বুক হতাশা নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে চিরপ্রস্থান করেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামের তপন চৌধুরী (৪৮)। অর্থবিত্ত যে কতটা নির্মম হতে পারে তার নির্মম স্বাক্ষী যেন এই তপন চৌধুরী। অঢেল সম্পদের পাশাপাশি তিনি ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত দুবছর পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
এমতাবস্থায় গুরুতর অসুস্থ তপন চৌধুরীর চিকিৎসার টাকা যোগাড় করার জন্য অনেক চেষ্টা করেন। অথচ পৌরসদরের নিকটসহ বিভিন্ন জায়গায় তার প্রচুর ভু-সম্পত্তি রয়েছে। তপন চৌধুরী তার চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য জমিজমা বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু ভাইদের অসহযোগিতায় অনেক চেষ্টা করেও জমিজমা বিক্রয় করতে পারেননি।
অসহায় অবস্থায় শয্যাশায়ী হয়ে চিকিৎসা বিহীন অবস্থায় মৃত্যু মুখে চলে যান বলে প্রতিবেশী ও কয়েকজন নিকট আত্মীয় অভিযোগ করেন। তার দু’কন্যা মিথী চৌধুরী, তুলী চৌধুরী ও স্ত্রী মুক্তি চৌধুরী জানান, ভাইয়েরা যে এতটা স্বার্থপর হতে পারে তার নির্মম স্বাক্ষী স্বয়ং তপন চৌধুরী বেলায় ঘটেছে।
একমাত্র ভাইদের অবহেলা এবং অসহযোগিতার কারনে জমির ভাগবাটোয়ারা না পাওয়ায় জমি বিক্রয় করতে না পেরে বিনা চিকিৎসায় অত্যন্ত দু:খ কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারা আরো জানান এ দুঃখ দেখানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি এ জন্য আমরা খুবই ব্যথিত।
মন্তব্য চালু নেই