এ দেশে মেয়ে না জন্মানোই ভালো : ভাবনা

যে দেশে মেয়েদের কোনো সম্মান নাই, সে দেশে মেয়ে না জন্মানোটাই ভালো বলে মনে করেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আহসান হাবিব ভাবনা। ১৫ মে, শুক্রবার অনেকটা আক্ষেপ করেই এমন কথা লিখেছেন তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য তার এ স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো- ‘আমার ছোটবেলা থেকেই মেয়ে বাচ্চা খুবই প্রিয়। আমার অ্যান্টি, আপু যখন-ই কেউ প্রেগনেন্ট হতো আমি তখন আল্লাহর কাছে দোয়া করতাম যেন মেয়ে হয়…। কিন্তু এখন কেউ প্রেগনেন্ট হলে দোয়া করি মেয়ে যেন না হয়। যে দেশে মেয়েদের কোনো সম্মান নাই, সে দেশে মেয়ে জন্ম না নেয়াই বরং ভালো…।’

vabna

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। সম্প্রতি ভয়ংকর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন তিনি। এ সিনেমায় পরমব্রতর বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী। ভয়ংকর সুন্দর সিনেমার শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত আছেন ভাবনা।



মন্তব্য চালু নেই