সাততলা বস্তিতে আগুন, বাবা-ছেলে দগ্ধ
রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুনে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়েন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, আগুনে আবু বকর (৪০) ও তার ছেলে কাউসার (২২) দগ্ধ হয়েছেন। এরমধ্যে আবু বকরের শরীরের ৪৫ ভাগ ছেলে কাউসারের ২৫ ভাগ পুড়ে গেছে। তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরো জানান, আগুনে বস্তিতে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। টাকার মূল্যে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কয়েকটি গবাদিপশু মারা গেছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই