সাতক্ষীরা জেলার আশাশুনিতে অস্ত্র ও গুলিসহ তিন ব্যবসায়ী আটক

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খাজরা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার কলারোয়া থানার গাজনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মফিজুল সানা, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত কাসেম মোল্যার ছেলে মুহিত মোল্যা ও আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের মোহাম্মদ সানার ছেলে সাইদ হোসেন।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের স্কোঃ লীঃ নিয়াজ মোহাম্মদ ফয়সাল এবং এএসপি শাহেদ আহমেদ জানান,তাদের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল খাজরা ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর ২টি মটর সাইকেলে ৪ জন ব্যক্তিকে দেখতে পায়। এর মধ্যে একটি মটর সাইকেলের তিনজন আরোহীর দেহ তল্লাশি করে ০২টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ২০ রাউন্ড শর্টগানের গুলি, ১০০ রাউন্ড টুটু বোর গুলি ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মটরসাইকেল। তবে অপর মটরসাইকের আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব কর্মকর্তাদ্বয় আরো বলেন,ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,পালিয়ে যাওয়া ব্যক্তিই হলেন, মহিউদ্দীন বাবু ওরফে টাই বাবু (৪৫)। এছাড়া আটককৃতরা অস্ত্র ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দিয়ে ধৃতদের আশাশুনি থানায় সোপর্দ করা হয়েছে।



মন্তব্য চালু নেই