‘ইন্টারপোলের নোটিশ জারির বিষয়টি নজরে আসেনি’

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারে ভারতে পাঠানো ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি এখনো স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নজরে আসেনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান- বারিধারা-নিকেতন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গুলশান-২-এর হোটেল লেকশোর এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‍্যাব মহপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার ভারতের মেঘালয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের সন্ধান পাওয়া গেছে। বুধবার বাংলাদেশের ইন্টারপোল ইউনিট সালাহউদ্দিনকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে সিবিআইয়ের মাধ্যমে মেঘালয় পুলিশকে রেড নোটিশ পাঠায়। তবে মেঘালয় পুলিশ বলছে, এ নোটিশ সালাহউদ্দিনকে ভারতে পাওয়ার আগে না পরে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়।



মন্তব্য চালু নেই