৩০ লাখ টাকার নতুন গাড়ি পেলেন ১৭ বিচারক

জাপান থেকে আমদানিকৃত মিতসুবিশির ১৭টি সিডান গাড়ি পেয়েছেন ১৭ জন বিচারক।

আজ বুধবার দুপুর ১টার দিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে খোলা চত্বরে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে গাড়ি ও চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।

যারা গাড়ি পেলেন- কক্সবাজার ও নীলফামারীর জেলা জজ, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, ঢাকার বিচারক, নতুনভাবে সৃষ্টি হওয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরগুনা ও সুনামগঞ্জের বিচারক এবং নতুনভাবে সৃষ্টি হওয়া বরিশাল ও সিলেটের মুখ্য মহানগর হাকিম।

গাড়ি হস্তান্তর প্রসঙ্গে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির দাম ৩০ লাখ টাকা। এ হিসাবে ১৭টি গাড়ির দাম পাঁচ কোটি ১০ লাখ টাকা। আইন মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে এ গাড়িগুলো কেনা হয়।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব এএসএম জহিরুল হক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই