তামান্নার পর চলে গেলেন প্রশিক্ষক কামালও

রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক প্রশিক্ষণার্থীর মৃত্যুর এক মাস পর তার প্রশিক্ষকেরও মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সাঈদ কামাল নামে এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যু হয়।
অ্যাকাডেমির চিফ গ্রাউন্ড ইনস্ট্রাকটর আতিউর রহমান বুধবার বলেন, “গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।”
সাঈদ কামালের মরদেহ দেশে আসার পর বৃহস্পতিবার দুপুরে তার জানাজা হবে বলে আতিউর রহমান জানান।
সাঈদ কামালের বাসা রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায়।
গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে তার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের (২২) মৃত্যু হয়; গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক সাইদ কামাল।
ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণে তত্ত্বীয় বিষয়গুলোর ক্লাস ঢাকায় হলেও বৈমানিকদের উড্ডয়ন ক্লাস নেওয়া হয় রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে।
উড্ডয়নের পরপরই সেসনা ডি-১৫২ উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে আছড়ে পড়ে।
আরো পড়ুন :
মন্তব্য চালু নেই