শ্যামনগরে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাস ও আন্তঃস্কুল বিজ্ঞান মেলা আয়োজক কমিটির আয়োজনে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্তরে বিএফএফের সহায়তায় মঙ্গলবার ৩০টি বিদ্যালয়ের অংশ গ্রহণে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

সকালে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।প্রধান অতিথি বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার উন্নয়ন কর্মকান্ড সহ অন্যান্য বিষয়ে বক্তব্য দেন।

আয়োজক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,জেলা স্কাউটের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস,শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল গণি,নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,নকিপুর হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান প্রমুখ।আয়োজক কমিটির সদস্য সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লির্ডাস এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

দিনব্যাপী মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা,বির্তক প্রতিযোগিতা ,সঙ্গিত প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,বনশ্রী শিক্ষা নিকেতন,ত্রিপাণি বিদ্যাপীঠ,নকিপুর হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়,নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়,চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন,কাশিমাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়,কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়,তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়,বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়,আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়,আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়,ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়,রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ,ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়,পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়,নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়,পরাণপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়,আটুলিয়া আঃ কাদের স্কুল এন্ড কলেজ,নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়,হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়,নওয়াবেঁকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা ও ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশ গ্রহণে বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী সমূহ স্টলে প্রদর্শন করা হয়।

ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার সমূহের মধ্যে ছিল কাঠের ফ্রিজ,এটিএম বুথ,টেবিল ফিল্টার,পাতি লেবু ,ব্লিচিং পাউডার ও গোবর থেকে বিদ্যুৎ তৈরী,আইফেল টাওয়ার,উড়োজাহাজ,ভাসমান বাড়ী,পেরিস্কোপ,১০ তলা বিশিষ্ট ভবন,পানি মাপার যন্ত্র,জেনারেটর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আবিস্কার।

বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম।মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক,উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল্লাহ শরিফী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা,নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যাজী,লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল,আয়োজক কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ,শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।



মন্তব্য চালু নেই