জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষ : নিহত ১ আহত ৪

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাটের সদর উপজেলার বেলআমলা বাজারের সন্নিকটে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুলাল হোসেন (৪১) নামে ১জন নিহত ও মহিলা সহ ৪জন আহত হয়েছেন।এদের মধ্যে গুরুত্বর ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুলাল হোসেন জয়পুরহাট সদর উপজেলার মাংনিপাড়া গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে। হতাহতরা সবাই ওই অটোরিক্সার যাত্রী।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের সদর উপজেলার বেলআমলা বাজারের অদূরে একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে জয়পুরহাট শহরের দিকে আসছিল। ওই সময় ওই সড়কে জয়পুরহাট শহরের দিক থেকে আসা যাত্রীবাহি একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ওই অটো রিক্সাচালক ইসলাম সহ মোট ৪যাত্রী আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেন নামে এক জনের মৃত্যুৃ হয়।

হাসপাতালের ভর্তিকৃতদের মধ্যে অটো রিক্সাচালক ইসলাম (৩১) এবং অর্চনা (১৯) ও ফুলবাসি বেগম (২৯) নামের দুই মহিলা যাত্রী রয়েনে । র্দুঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।



মন্তব্য চালু নেই