দেবহাটায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে ও ব্রাকের সামাজিক ক্ষমতায়ক কর্মসূচীর বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করন প্রকল্পের এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সখিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া বেগম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, ব্রাকের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করন প্রকল্পের সিনিয়র জেলা ব্যবস্থাপক রেজাউল হায়াত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা থানার এএসআই তপন কুমার পাল, ব্রাকের জেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান, ব্রাকের নির্যাতন প্রতিরোধকরন কার্যক্রম সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক হাওয়া খাতুন, ব্রাকের এসজিবিভি রাবেয়া খাতুন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম, উদ্যোক্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউপি সচিবগন, উদ্যোক্তাগন প্রমুখ। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই