নোয়াখালীতে সন্ত্রাসী রুবেল গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলার পৌর এলাকার কৃষ্ণরামপুর গ্রাম থেকে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও নারী নির্যাতন সহ বেশ কয়েকটি মামলার আসামী সন্ত্রাসী রুবেলকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল কৃষ্ণরামপুর গ্রামের মৃত রুহুল আমিন মাষ্টারের ছেলে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করার জন্য অনেক দিন চেষ্টা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও নারী নির্যাতন সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

হাতিয়ায় ৭ লাখ চিংড়ি পোনা জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালত, উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার ধানচর ও মৌলভীচর এলাকার মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলেরা উপজেলার ডালচর এলাকার মেঘনা নদী থেকে গলদা চিংড়ির পোনা ধরে ট্যাংকির ঘাট দিয়ে লক্ষ্মীপুরের রামগতি সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার সকালে এমন সংবাদের ভিত্তিতে ধানচর ও মৌলভীচরের মাঝামাঝি মেঘনা নদীর হাতিয়া চ্যানেল একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালানো হয়। এসময় ওই ট্রলারের ভিতরে থাকা ৭টি ড্রাম থেকে ৭ লাখ চিংড়ি পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত চিংড়ি পোনাগুলো হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই