ঘেরাওয়ে লাঠিপেটা : বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ম্লান হয়েছে

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও গর্ব ম্লান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
রিপন বলেন, ‘পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কিছু সংখ্যক নারী ও পুরুষ ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে তাদের উপর নির্যাতন ও হামলা চালিয়েছে তা হচ্ছে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই কারণে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও গর্ব ম্লান হয়েছে।’
রিপন আরো বলেন, চলতি বছরের জুলাই ও মে মাসে সরকার শ্রীলঙ্কা থেকে যে পরিমাণ চাল আমদানি করেছে তা গত বছরের তুলনায় চার গুন বেশি। এরপরও তারা কীভাবে দাবি করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মূলত তাদের ব্যর্থতার কারণেই বাংলাদেশের কৃষকদের সর্বনাশ হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে এই নেতা বলেন, ‘কৃষকদের সর্বনাশ করে দলীয় ব্যবসায়ীদের লাভবান করবেন না। কৃষকদের উপর নির্যাতন বন্ধ করে কাজ করেন।’
তিনি অভিযোগ করেন, ‘বিএনপিসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বিদেশ ভ্রমণে সরকার বাধা প্রদান করছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য শাম্মী আকতারসহ অনেকে।
মন্তব্য চালু নেই