৩৪ নং ওয়ার্ডে এগিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।
৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তরিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে ভোটার ২২২৮ জন।এর মধ্যে ভোট পড়েছে ১৩৯৬টি। সন্ধ্যায় সোয়া ৬টায় প্রতিবেদন লেখা পর্যন্ত এ কেন্দ্রে ৯২৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. মামুন (ঝুড়ি মার্কা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর মোহাম্মদ সমীর পেয়েছেন (ব্যাডমিন্টন প্রতীকে) ৩৬৬ ভোট।
ভোট গ্রহণকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। যদিও ভোটার উপস্থিতি ছিল খুব কম। ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একযোগে ভোট গ্রহণ করা হয়। তবে ভোট গ্রহণের আগের রাতে ব্যালট ছিনতাই করে তাতে সিল মারা এবং ব্যালট বাক্সে তা ঢুকিয়ে রাখা, কেন্দ্র দখল করে ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ব্যালটে সিল মারা এবং নির্বাচনী সহিংসতার কারণে ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ডের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
মন্তব্য চালু নেই