জেলা প্রশাসক সম্মেলন শুরু ২৮ জুলাই

আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলা প্রশাসক এ সম্মেলনে অংশ নেবেন।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরা ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন এ সম্মেলনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের ‘শাপলা’ হলে ডিসি সম্মেলন উদ্বোধন করতে পারেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সমাপনী অনুষ্ঠান ও কার্য অধিবেশনসহ সম্মেলনে ২৫টি সেশন থাকবে।

কার্য অধিবেশনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন। সেখানে ডিসিদের সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হবে।



মন্তব্য চালু নেই