টেকনাফে বিজিবির পৃথকপৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ নারী ও শিশুসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার ভোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপ ক্যা¤প পাড়ার আবদুল হোসনের স্ত্রী মোছাম্মদ সাজিবা (৪২), তার ছেলে মো. ইসমাইল (১২) ও মোছাম্মৎ জান্নাত বিবি (৪২)।৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, রোববার ভোরে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীতে থেকে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে বিজিবির তহলদল ওই এলাকার ঝাউবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ইয়াবার একটি পলিথিনের ব্যাগ পেলে পালিয়ে যায়। পরে পলিথিন মোড়ানো ব্যাগে ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একই এলাকার শাহপরীরদ্বীপের ক্যা¤পপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারী ও শিশুকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লে. কর্নেল আবু জার আল জাহিদ আরও বলেন, ইয়াবাসহ আটক তিনজনকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং মালিকবীহিন উদ্ধার ৫০ হাজার ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
মন্তব্য চালু নেই