কলারোয়ায় নিরবে চলে গেলেন জাতির এক শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা রবিউল হোসেন

সাতক্ষীরার কলারোয়ায় সবাইকে কাঁদিয়ে নিরবে চলে গেলেন জাতির এক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন (৬২)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেনের জন্মস্থান কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রোববার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

রাষ্ট্রের পক্ষ থেকে বীর সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাজী রবিউল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।



মন্তব্য চালু নেই