একসঙ্গে থাকবেন, বান্দ্রায় ফ্ল্যাট কিনছেন রণবীর-ক্যাটরিনা

দিলীপ মজুমদার (কলকাতা): বিয়েটা হয়নি এখনও।তবে তার আগেই একসঙ্গে থাকার অর্থাত লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা।রণবীর কাপুর, ক্যাটিরনা কাইফের সাম্প্রতিক গতিবিধি তেমনই ইঙ্গিত দিচ্ছে।সম্প্রতি দুজনে দক্ষিণ আফ্রিকা থেকে একসঙ্গে ফিরেছেন ‘জগ্গা জাসুস’ ছবির ব্যস্ত সিডিউল চুকিয়ে এবার তাঁরা বান্দ্রার কার্টার রোডে একটি ফ্ল্যাট কিনছেন মনের মতো ফ্ল্যাটটি দেখে পাকাও করে ফেলেছেন তাঁরা, এমনটাই খবর তাঁদের ঘনিষ্ঠ মহলের।মুম্বইয়ের দৈনিক মিড ডে-র খবর, ক্যাটরিনার বান্দ্রায় বাড়ি কেনার সাধ অনেকদিনের। একটি সূত্রকে উদ্ধৃত করে মিড ডে-র প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন ফ্ল্যাটে উঠছেন।সেজন্য দক্ষিণ আফ্রিকায় একগাদা কেনাকাটা করেছেন তাঁরা।ব্যাগভর্তি জিনিসপত্র নিয়ে ফিরেছেন।ক্যাটরিনাকে ঘর-গেরস্থালি, রান্নাঘরের নানা টুকিটাকি সরঞ্জাম কিনতে দেখা গিয়েছে।সেদেশে দুজন যেন চোখে হারাচ্ছিলেন একে অপরকে।এক মূহূর্তের জন্যও আলাদা হতে দেখা যায়নি তাঁদের।

একসঙ্গে থাকবেন, এই ভাবনায় উত্তেজনায় টগবগ করে ফুটছেন দুজনে! বলছে সূত্রটি।



মন্তব্য চালু নেই