বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকার মেয়রদের শ্রদ্ধা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকা নগরবাসীর সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদের সেবা করা, ঢাকাকে আলোকিত করার কাজ করছি। নগরবাসীর একটি বড় অসুবিধা মশা। সেদিকে লক্ষ রাখা হচ্ছে।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেন, টেন্ডারবাজি ঠেকাতে সবকিছুই অনলাইনে করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স থাকবে। পাশাপাশি ঢাকাকে আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে। এক সপ্তাহের মধ্যে যানজট নিরসনের জন্য কাজ শুরু করা হবে।

শুক্রবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এরপর নবনির্বাচিত কাউন্সিলররা শ্রদ্ধা জানান। তাদের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই