শ্যামনগরে কৃষকদের ভোটের মাধ্যমে লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত নির্বাচন

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সাতক্ষীরার সহায়তায় এবং জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে সরাসরি কৃষক ও কৃষাণিদের ভোটের মাধ্যমে লবণ ও বন্যা সহিষ্ণু বোরো মেীসুমের ধানের জাত নির্বাচন করা হয়।

বিনা উপকেন্দ্র,বেনারপোতা,সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা,বিনা উপকেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবীর।

বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,বিনা উপকেন্দ্র সাতক্ষীরার গবেষক মোঃ ওয়াসিম আকরাম,কৃষক মাহবুবুর রহমান প্রমুখ।আলোচনা শেষে কৃষক ও কৃষাণিরা ফসলের ক্ষেতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে তাদের ধানের জাত নির্বাচন করেন॥ভোট গণনা শেষে পিভিএস-৬, ১৫ভোট পেয়ে ১ম হয় এবং পিভিএস-৯ কে ১৭ ভোট দিয়ে সবচেয়ে অনুপযোগি জাত নির্বাচন করেন।ধানের জাত নির্বাচনে ভোটিং পদ্ধতিটি কৃষকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।



মন্তব্য চালু নেই