প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রকল্প
প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার।
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় ব্যক্তি পর্যায়ে আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৮৯ লাখ টাকা।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য- অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ শতাংশের চাকরিতে সংস্থান নিশ্চিত করে আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও ব্যক্তির মান মর্যাদা প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা।
এ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ।
পিকেএসএফ তিন মাস ও ছয় মাস মেয়াদে ১০ হাজার জনকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করবে। পিকেএসএফ-এর সহযোগী সংস্থার কার্যক্রমভুক্ত দরিদ্র পরিবারের তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সুইস ডেভেলমমেন্ট কোঅপারেশন (এসডিসি)।
মন্তব্য চালু নেই