বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দের দাবি

আগামী উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দিয়ে ক্ষেতমজুরদের বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করার দাবি জানিয়েছে সামাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (মার্কসবাদী) আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয়।

সংগঠনের নেতারা বলেন, ক্ষেতমজুরদের বছরে তিন মাস কাজ থাকলে ৯ মাস কাজ থাকে না। এর ফলে অধিকাংশদের অনাহারে থাকতে হয়। তাই আমরা সামনের বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দের দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বয়স্ক এবং অসহায় নারীদের মাসিক তিন হাজার টাকা ভাতা চালু করতে হবে।

সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।



মন্তব্য চালু নেই