সিটি নির্বাচনে অনিয়মে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, তিন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আগামী রোববার রিটটির শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।



মন্তব্য চালু নেই