ডিমলায় জামায়াতের ডাকা অর্ধ দিবস হরতাল পালিত

ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানোর প্রতিবাদে স্থানীয় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল আজ দুপুর দুই টায় শেষ হয়েছে ।

বুধবার ভোর হতে হরতাল সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় । উপজেলা শহর ছাড়াও উপজেলার দূরবর্তী বাজার ও গুরুত্বপুর্ণ বাজার-মোড়ে অবস্থান নিয়ে মিছিল-মিটিং ও পিকেটিং করে হরতাল সমর্থকরা। হরতালে দোকান-পাট বন্ধ সহ সড়কে সকল ধরনের যান চলাচল কম ছিল ।

এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের অতিরিক্ত টহল লক্ষ্য করা গেছে। উপজেলা জামায়াত কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ । তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি ।

প্রসঙ্গত, গত ৩ মে রাত সাড়ে ৯ টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ চত্বর থেকে জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ ।



মন্তব্য চালু নেই