কোটচাঁদপুরে ৭ শিক্ষার্থী অসুস্থ্য হাসপাতালে ভর্তি

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সকালে সাত শিক্ষার্থী একই সাথে অসুস্থ্য পড়ে। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতংক ত্রীরা শ্রেণী কক্ষে চলে যায়। ক্লাস শুরুর সাথে সাথে অষ্টম ও নবম শ্রেণীর সাত জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হলে এক দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষনা করা হয়।

অসুস্থ্য ৭ শিক্ষর্থীকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তিকৃতরা হচ্ছে তাহিবা (১৫), রুমি (১৫), নাছরিন (১৫), নাফিয়া (১৩), নিশি (১৫), রিতু (১৩) ও তৃপ্তি (১৬)। খবর পেয়ে অবিভাবকরা হাসপাতালে ছুটে আসেন । হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলসান আরা জানান, রোদ গরমে বিদ্যালয়ে অ্যাসেম্বলি করার কারণে ছাত্রীদের শরীর ঘেমে পানি শুন্যতা দেখা দেয়। এ কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। তবে ভয়ের কোন কারণ নেই বলে তিনি জানান। এদিকে অবিভাবক মহল বিদ্যালয় কতৃপক্ষকে দায়ী করে বলেন, শ্রেণী কক্ষে ধারণ ক্ষমতার অতিরিক্ত ছাত্রী করেছে।



মন্তব্য চালু নেই