চুরি করা নবজাতকসহ মহিলাকে পুলিশে দিল বাসযাত্রীরা

রাজধানীর পুরানা পল্টন মোড়ে চুরি করা এক নবজাতকসহ গুলজান ওরফে গোলো (৫৫) নামে এক মহিলাকে আটক করে পুলিশে দিয়েছেন বাসযাত্রীরা।

গুলজানকে সন্দেহজনক মনে হওয়ায় সোমবার দুপুর ২টার দিকে বাসযাত্রীরা তাকে আটক করে পল্টন থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে নবজাতকটিকে চিকিৎসার জন্য বিকেলে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আটক গুলজান সাংবাদিকদের জানান, নবজাতকটির বয়স মাত্র দুই দিন। জন্ম নেওয়ার পরপরই যাত্রাবাড়ীর ধলপুরের ‘আক্তারের বউ’য়ের কাছ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে তিনি শিশুটিকে কিনে নিয়ে আসেন। তবে নবজাতকের বাবা-মায়ের প্রকৃত পরিচয় জানাতে পারেননি তিনি।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, উদ্ধার হওয়া নবজাতকের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটক নারী ওই নবজাতকটি বিক্রির জন্য কোথায় নিয়ে যাচ্ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে জড়িত এই চক্রের অপর সদস্যদেরও আটক করা হবে।



মন্তব্য চালু নেই