২৯ মে’র মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে হবে

ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব আগামী ২৯ মে’র মধ্যে জমা দিতে হবে।

ভোটগ্রহণের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয় জমা দেওয়ার আইনী বিধান রয়েছে বলে রবিবার জানান নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো সামসুল আলম।

তিনি জানান, নির্বাচিতদের গেজেট প্রকাশের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনে ডাক যোগে পাঠাতে হবে। পরে ইসি প্রার্থীর ব্যয় কমিশন ওয়েবসাইটে প্রকাশ করবে।

গত মঙ্গলবার তিন সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হয়। এ নির্বাচনে ৪৮ জন মেয়র প্রার্থী এবং ১১৪০ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন।

বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যয় বিবরণী দাখিলে ব্যর্থ হলে সর্বনিম্ন ছয় মাসের ও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ে ব্যয় রিটার্ন দাখিলে ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরাশাদের বিরুদ্ধে মামলা করেছিল ইসি।



মন্তব্য চালু নেই