মাইক্রোফোন না খুলেই বাথরুমে চলে গেলেন কাউন্সিলর, অতঃপর (ভিডিও)

পেশাদার রবার্ট ডাষ্টের মতবাদ, কোন সময় যদি কোন অনুষ্ঠানে আপনি মাইক্রোফোন পড়েন, তবে বাথরুমে যাবার আগে অবশ্যই খুলে নিবেন।

আর তা না হলে এরকমই অপ্রস্ত্তত পরিস্হিতিতে আপনাকে পড়তে হতে পারে। টেক্সাসের জর্জটাউন এ কাউন্সিলর মিটিং চলছিল, এরই মধ্যে এক কাউন্সিলর নিজের বক্তব্য শেষ করে বাথরুমে যাবার জন্য আসন ছেড়ে উঠে গেলেন। কিন্তু দূর্ভাগ্যবশত নিজের মাইক্রোফোনটি খুলে যেতে ভুলে গেলেন। কিন্তু যা হবার তাই হল, হলরুম ভর্তি সবাই তার বাথরুম যাত্রার খুঁটিনাঁটি সব শব্দই শুনলো। তবে শব্দ শুনে মনে হয়েছে কর্মটি সেরে সে হাত ধুতে ভুলে গিয়েছে।

কাউন্সিলর যখন তার কর্মটি সারছিলেন, রিচায়েল জনরোয়ি , সিটি মেয়র সেই সময়ে সংক্রামন রোগ সম্পর্কে তার বক্তব্য দেবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন, তবে এমন অদ্ভুত পরিস্হিতিতে নিজেকে যতটুকু সম্ভব সামলানোর চেষ্টা করলে শেষতক কতটুকু পেরেছিলেন দেখে নিন ভিডিওতে।

Capture mayor1

45662.jpg

 

https://youtu.be/sRHVIcesOH4



মন্তব্য চালু নেই