কিশোরগঞ্জে আরও একটি বাল্য বিবাহ বন্ধ মেয়ের পিতার ৭ দিনের কারাদন্ড

নীলফফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আরও একটি বাল্য বিবাহ বন্ধ হল। ভ্রাম্যমান আদালতে মেয়ের পিতার ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড।
কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের কিশামত বীরচরন গ্রামের বাচ্চাবাউ’র কন্যা ও কিশামত বীরচরন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মারুফা আক্তার (আমেনা) এর সাথে পার্শ্ববতী ইউনিয়নের আজগার আলীর পুত্র জিকরুলের সাথে গত বৃহস্পতিবার বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমান বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিবাহটি বন্ধ করেন এবং মেয়ের পিতা বাচ্চাবাউকে (৩৮) বাল্য বিবাহ আয়োজনের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জে মিলু(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল নয়টার দিকে পুলিশ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মিলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের পাকুরীয়া শরীফ গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সকালে পাগলপীর ডালিয়া সড়কের গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড থেকে একটু দুরে যানবাহনের ধাক্কায় নিহত হন মিলু। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, নিহতের শ্বশুড় বাড়ি ছিলো উপজেলার রনচন্ডি ইউনিয়নের অবিলের বাজার নামক গ্রামে সেখান থেকে আসার পথে দূর্ঘটনার স্বীকার হয়।

 

কিশোরগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস পালিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাগুড়া উপকমিটি উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালন করেছেন। দিবসটি উপলক্ষে দিন ব্যাপি ব্যাপক কর্মসুচী পালন করেন। কর্মসুচীর মধ্যে মিলাদ মাহফিল বর্ণাঢ্য র‌্যালী বিকাল ৫টায় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। মাগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন বাদল, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুড়া চেয়ারম্যান মোঃ মোজাহার হোসেন দুলাল, কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, গাড়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হারুন-অর-রশীদ, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মনছুর আলী, টেংগনমারী ডিগ্রী কলেজের প্রভাষক আখতারুজ্জামান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল ইসলাম মিলন, প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান, শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসন গোল্ডেন, সহ-সভাপতি সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেনাজ উদ্দিন, সড়ক সম্পাদক আহাদুল হক, দপ্তর সম্পাদক চাঁন মিয়া, সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ এয়াকুব আলী প্রমূখ। এছাড়া গোটা উপজেলায় রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক সংগঠন এ দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালন করেন। অপর দিকে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে কিশোরগঞ্জ ধান হাটিতে হাসান আলীর সভাপতিত্বে প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজামান জুয়েল,শ্রমিক কল্যান নেতা আখতারুজ্জামান বাদল,আব্দুর রশিদ শাহ্, ও শিব্বির আহম্মেদ।



মন্তব্য চালু নেই