কলারোয়ায় ৪৪বছর পর দুটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত

৪৪বছর পরে কলারোয়ায় দুটি গ্রামে ১শ’৮৯টি পরিবার বিদ্যুতের আলোর মুখ দেখলো। শনিবার সকাল ১০টায় উপজেলার পুটুনি গ্রামের ৬৩টি ও উত্তর দিগং গ্রামের ১২৬টি পরিবারের মধ্যে বিদ্যুতের সুইচ টিপে এ নতুন সংযোগের শুভ উদ্বোধণ ঘোষনা করে তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে ২০১২ সালে নির্মান লাইন হয়-১.০৯৩ কিঃমিঃ, নির্মাণ ব্যয়-১০,৯৩,০০০টাকা, প্রাহক প্রতি নির্মান ব্যয়-১৭, ৩৪৯টাকা, ষ্টেকড সদস্য-৬৩জন, ওয়্যারিংকৃত গ্রাহক-৬৩জন, আবাসিক-৬৩জন, ট্রান্স ফরমার-০২টি, ১৫কেভিএ-০১টি, ১০কেভিএ-০১টি। এর পরে সকাল ১১টায় কলারোয়া হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের নতুন সংযোগ উদ্বোধণ ঘোষণা করা হয়। সেখানে ২০১৩ সালে নির্মান লাইন হয়-১.০৯৮ কিঃমিঃ, নির্মাণ ব্যয়-১০,৯৮,০০০টাকা, প্রাহক প্রতি নির্মান ব্যয়-৮, ৭১৪টাকা, ষ্টেকড সদস্য-১শ’২৬জন, ওয়্যারিংকৃত গ্রাহক-১শ’২৬জন, আবাসিক-১শ’২৫জন, দাতব্য প্রতিষ্ঠান-০১টি, ট্রান্স ফরমার-০৫টি, ২৫কেভিএ-০১টি, ১০কেভিএ-০২টি, ০৫কেভিএ-০২টি।

ওই দুইটি গ্রামের বিদ্যৎ সংযোগ উদ্বোধণ কালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রবীন্দ্র নাথ দাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির সভাপতি অজিয়ার রহমান, ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, সাতক্ষীরা জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কেরালকাতার ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, সমাজ সেবক গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা ভুমিহিন সমিতির সভাপতি সরদার আনছার আলী, সম্পাদক সাহেব আলী, চন্দনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, যুগিখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান, হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কাজিরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, প্রভাষক ইদ্রিস আলী, হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম,কলারোয়া থানার এসআই হিমেল হোসেন, কৃষিবিদ মোছাদ্দেক হোসেন, সাংবাদিক প্রভাষক সাইফুল ইসলাম, আ’লীগনেতা জালালউদ্দিন, ইউনুচ আলী, মন্টু, প্রমুখ।



মন্তব্য চালু নেই