কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৬
রাজধানীর মিরপুরে তেজগাঁও কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীসহ ছয় জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার গভীর রাতে পুলিশ পরিচয়ে মিরপুর পীরেরবাগের একটি বাসাতে ঢোকেন সাত যুবক। এরপর বাসার লোকজনকে জিম্মি করে ওই বাসার কলেজপড়ুয়া মেয়েকে একটি ঘরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এমন একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ এক নারীসহ ছয়জনকে আটক করেছে।
তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
সালাউদ্দিন আরো জানিয়েছেন, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকে দাবি করেন, বাসার লোকজন অবৈধ ব্যবসায় সঙ্গে জড়িত।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানিয়েছেন, এ ঘটনায় মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই কলেজছাত্রীর স্বজনরা।
ধষণের শিকার ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই