‘সাকিবকে নিয়ে পরিকল্পনা সফল’
সাকিবকে চাপে রাখার পরিকল্পনা ছিল পাকিস্তানের। সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। বৃহস্পতিবার খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে এমন কথাই জানালেন বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে হাফিজ ৩৩২ বলে ২২৪ রান করেছেন, অন্যদিকে সাকিব ৩১ ওভার বল করে খরচ করেছেন ১২২ রান। কিন্তু কোনো উইকেট ঝুলিতে ভরতে পারেননি তিনি। এই বিষয়ে হাফিজ বলেছেন, ‘আমরা তাকে খুব উঁচু মাপের ক্রিকেটার মনে করি। আমরা জানি, বাংলাদেশ দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সে। আমরা তার ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি।’
সাকিবও চাপ থেকে বেরিয়ে এসে উইকেট নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা হাফিজ সাকিবকে সেই চেষ্টায় সফল হতে না দেওয়ার মিশনে নেতৃত্ব দিয়েছেন। এই বিষয়ে হাফিজ বলেছেন, ‘উইকেটের জন্য সে সর্বাত্মক চেষ্টা করছিল। তাই আমাকে আক্রমণাত্মক মেজাজে যেতে হয়েছে। আমি কিছুই ছাড়তে চাইনি এবং প্রত্যেক বলকেই কাজে লাগাতে চেয়েছি। আর তার বিপক্ষে ভাল করার ক্ষেত্রে এটাই আমার পক্ষে কাজ করেছে।’
বাংলাদেশের বোলাররা ভাল বোলিং করতে পারেননি। এর সঙ্গে একমত নন পাকিস্তানের এই ওপেনার। তিনি বলেছেন, ‘সাকিব, রুবেল হোসেন, তাইজুল ইসলামরা অনেক কৌশলও প্রয়োগ করেছে। আমি আক্রমণাত্মক খেলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছি।’
ম্যাচ শেষে নিজের অসাধারণ ব্যাটিং নিয়ে হাফিজ বলেছেন, ‘এর আগে দুবার ডাবল সেঞ্চুরি মিস করেছি এবং এবার আর মিস করতে চাইনি। এবার বিশ্বাস ছিল, আমি করতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন হাফিজ। কিন্তু টেস্টের শুরুতেই অন্য হাফিজকে দেখতে পাওয়া গেল। কিভাবে সফল হলেন? এমন প্রশ্নে হাফিজ বলেছেন, ‘আমি জানতাম আত্মবিশ্বাস ফিরে পেতে আমাকে কিছু করতে হবে এবং আমি কঠিন চেষ্টা করেছি।’
মন্তব্য চালু নেই