নেপাল ভ্রমণে বাংলাদেশীদের বিরত থাকার পরামর্শ

বাংলাদেশের নাগরিকদের নেপাল ভ্রমণে সাময়িকভাবে বিরত থাকতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নেপালে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সেখানে পর্যটনের উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

নেপালে গত শনিবার ৭ দশমিক ৯ মাত্রার এক বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশী লোকের প্রাণহানি ও ৮ হাজারেরও বেশী লোক আহত হয়েছেন।

ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পর্যটন শহর কাঠমান্ডু। সেখানকার বেশীরভাগ ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হয়ে গেছে।



মন্তব্য চালু নেই