আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন বৃদ্ধা আশরাফুন !
দেশ স্বাধীনের সময় বৃদ্ধা আশরাফুন নেছার (৮০) স্বামী মারা যায়। সেই থেকে পরের বাড়িতে কাজ করে খায়। কিন্তু বিধির বিধান আজও বয়স্ক ভাতা জোটেনি আশরাফুন নেছার কপালে।
শনিবার সকালে মহেশপুর শহরের জাহাঙ্গীর আর্ট গ্যালারীতে এসে ২টাকার একটি নোট দিয়ে বলছেন, তাঁর একটি আবেদনপত্র লিখে দিতে। আবেদন পত্রটি পৌরসভায় জমা দেবেন ।
বৃদ্ধা আশরাফুন নেছা জানান, তাঁর বয়স বর্তমান ৮০ বছর। পরের বাড়িতে কাজ করে খাই কিন্তু এখন আর কাজ করার মত শক্তি তার আর নেই। তাই পৌরসভায় আবেদন করবেন বয়স্ক ভাতার জন্য। এ পর্যন্ত পৌরসভার কোন কাউন্সিলর বা মেয়র তার খোঁজ নেননি।
দুঃখের সাথে তিনি বলেন, তার কোন সন্তান নেই। ১৯৭১ সালে যুদ্ধে তার স্বামী মারা যায়। সেই থেকে অনেক কষ্ট করে জীবন যুদ্ধে সংগ্রাম করে আসছে। থাকার কোন ঘরবাড়ী নেই পরের বাড়ীতে বসবাস করে। কোন কোন দিন তাকে অভুক্তও থাকতে হয়। কথাগুলি বলতে বলতে বৃদ্ধা মহিলার দু’চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
মন্তব্য চালু নেই