ভূমিকম্পে হিমালয়ে বরফ ধসের ভিডিও প্রকাশ
নেপালে শনিবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল তাতে কেপে উঠেছিল হিমালয়। ওই দিন হিমবাহ ধসে নিহত হয়েছে ১৭ অভিযাত্রী। হিমালয়ের কুম্ভ অঞ্চল এবং নিকটবর্তী পর্বতারোহীদের বেসক্যাম্পের ঠিক মাঝ বরাবর এ হিমবাহ ধসের ঘটনা ঘটে। রোববার সেই হিমবাহ ধসের একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে অনলাইনে। জার্মান পর্বতারোহী জস্ট কবুসখ ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের শুরুর মুহূর্তে পর্বতারোহীরা বেস ক্যাম্পে এলোমেলোভাবে বসেছিলেন। এ সময় হিমবাহের ধেয়ে আসা দেখতে পাওয়ায় পুরো চিত্রটা বদলে যায়। আতঙ্কিত পর্বতারোহীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে দেন।
ভিডিও লিঙ্ক
মন্তব্য চালু নেই