বেরোবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ফাটল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ফাটল দেখা দিয়েছে। গতকাল ঢাকা সহ পুরো দেশে ভূমিকম্পের সময় হলটির ৩১০ নম্বর রুমের পাশে এ ফাটল দেখা দেয়।এতে হলটির ছাত্রীদের মধ্যে চরম আতংক বিরাজ করে।

প্রত্যক্ষদর্শী হলের এক ছাত্রী জানান, গতকাল ভূমিকম্পের সময় হলটি কেঁপে উঠে।এতে ছাত্রীরা আতংক এবং ভয়ে ছুটাছুটি করে।তারা ভয়ে বাইরে নেমে আসে।কিছু ছাত্রী টেবিল, বেডসীটের নিচে লুকিয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ছাত্রীটি আরো জানায়, ৩১০ নম্বর রুম ছাড়াও বেশ ক’টি জায়গায় ফাটল দেখা দিয়েছে।

এখন পর্যন্ত তাদের মাঝে চরম আতংক আর ভয় বিরাজ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, হলটি নির্মানের পর ছাত্রীদের জন্য সেটি ২০১৩ সালের ১৪ জুন খুলে দেওয়া হয়।



মন্তব্য চালু নেই