গ্যালারিতে ইভটিজিং-এর শিকার শিশির, বখাটেদের পেটালেন সাকিব
শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করে ধোলাই খেয়েছে জনা সাতেক বখাটে।
গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম মধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেননি বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনিও লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর।
বখাটের অন্তত দুই জনের নাম জানা গেছে। এরা হচ্ছেন রাজধানীর গুলশানের মাহিম(২২) ও তার বন্ধু ইব্রাহিম আলী(২৭)।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ, বাইরে যখন ঝুম বৃষ্টি তখনই বখাটেরা ধোলাই খাচ্ছিলেন বিসিবির অফিস কক্ষে।
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির খেলা দেখতে গিয়েই এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিআইপি গ্যালীরিতে বসা ৭/৮জন যুবক অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি দেখাতে থাকে শিশিরকে। প্রথমে চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির।
স্ত্রীর অপমানে ক্ষিপ্ত সাকিব বিষয়টি জানান বিসিবিকে। কর্মকর্তারা দ্রুত গিয়ে সাত/আট যুবককে ধরে নিয়ে যান অফিস কক্ষের ভিতরে। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলেনই নিশ্চিত করেছে সূত্রটি।
পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মিমাংসা করে দেন।
এ বিষয়ে নিজাম উদ্দিন সুজনের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, এমন একটি কথা আমরাও শুনেছি। তবে এখন ম্যাচ নিয়ে ব্যস্ত আছি, এ নিয়ে পরে কথা বলবো।
বিসিবি অফিসে বখাটেদের মারধর করা হয়েছে, এমন প্রসঙ্গে সুজন বলেন, তেমন কিছু নয়।
মন্তব্য চালু নেই